রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলার সিরাতুন্নবী (সা:) আলোচনা সভা সম্পন্ন আন্তর্জাতিক সাহিত্য অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদ ইউকে এর উদ্যোগে আনন্দ সভা ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত প্রবাসী লেখক শেখ হুমায়ুন আহমেদ এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল নবীগঞ্জে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী হাবিবুল্লাহ হযরত মুহাম্মদ (সা:) – মোফতাহিদা খানম রাখী দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান কে চুনারুঘাট সাংবাদিক কল্যান সংস্থার সংবর্ধনা কলম একাডেমি লন্ডন এর ব্যবস্থাপনায় নগদ অর্থ ও ত্রাণ বিতরণ কারার ঐ লৌহকপাট – দেওয়ান জুলফিকার হাসনাত শৈশব স্মৃতি – মোফতাহিদা খানম রাখী

কলম একাডেমি লন্ডন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আলোচনা সভা ও মূল্যায়ন – সৈয়দ মোহাম্মদ ইলিয়াস।

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৪৪ এএম
  • ১৭৬ বার পঠিত

২১শে বই মেলা উপলক্ষে কলম একাডেমি লন্ডন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক সাহিত্য সম্মেলন, গুণীজন সংবর্ধনা মোড়ক উ‌ন্মোচন অনুষ্ঠানে আমি সরজমিনে উপস্থিত ছিলাম।
চট্টগ্রাম সি,আর,বি সিরিজ তলায় এই আলোচনা অনুষ্ঠানটি স্মরণ কালের একটা ঐতিহাসিক  অনুষ্ঠান ছিলো।

আমরা প্রত্যেকে মূল্যবান বক্তব্য রেখেছি।
আমার বক্তব্য ছিলো  মূল প্রতিপাদ্য ছিলো:

কে সে হাবিবিকস্ নতুন ধারার আবিষ্কারক!

অক্ষরে অমরতা অক্ষরে প্রাণ,
আমরা সবাই গেয়ে যাবো কলমেরই গান।
সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী একজন কবি,দার্শনিক চিন্তাবিদ ও গবেষক।

১৯৬৭ সালে চট্টগ্রামের রাউজানের কেউটিয়া গ্রাম নভেম্বর মাসের দুই তারিখ এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ছোটবেলায় লেখাপড়ায় মন বসতোনা বলে স্কুল পালিয়ে বেড়াতেন।
তখন কে জানতো এই ছেলে একদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সুনাম যশঃখ্যাতি অর্জন করবেন।
এবং লন্ডনের মাটিতে বসে বাংলা সাহিত্যের বীজ বপন করে যাবেন সারা বিশ্বময়।
আজ তিনি সাহিত্যের বাতিঘর জ্যোতির্ময় এক ফুটন্ত ফুল।

অক্ষরে অমরতার পতাকা বাহী  আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান
দো-জাহানের সংগঠন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা। পৃথিবীর হাজার হাজার লেখক সাহিত্যিক জ্ঞানী গুণী ব্যক্তিগণ কলমের পতাকা তলে আবদ্ধ হয়ে সাহিত্যে চর্চা করে যাচ্ছেন।
হাবিবী শব্দের অর্থ বন্ধু আর হাবিবিকস্ হচ্ছে তার বহুবচন বন্ধুগণের বন্ধু।
এই পর্যন্ত বাংলাভাষা প্রচার প্রসারের জন্য লন্ডনে বসে অর্ধশতাধিক বই নিজে লিখেছেন এবং বিশ্বের বহুভাষায় অনুবাদ করেছেন।
আজ তিনি বিশ্বনন্দিত একজন লিখক  সাহিত্যিক প্রাবন্ধিক সাহিত্যের বাতিঘর উপাধিতে ভূষিত হয়েছেন।

এই পর্যন্ত বিশ্বে অনেকগুলি স্বনামধন্য লিখক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীর নামে অনেক গুলি বই রচনা করেছেন।
২০২১ সালে সাহিত্যের বাতিঘর নামে বইটি

সম্পাদনা করেছেন কুতুবউদ্দিন বখতেয়ার।
*২০২২ সালে আমি সৈয়দ মোহাম্মদ ইলিয়াসের সম্পাদনায় কলমের কথা-অক্ষরে অমরতা,
*২০২৩ সালে জ্যোতির্ময় এক ফুটন্ত ফুল।
*২০২৩ সালে বাংলাদেশ ও ভারত থেকে কলমের আলো বইটি যৌথভাবে সম্পাদিত
হয়, এস,কে বান্টি ভারত এবং মোহাম্মদ আইয়ুব আলী বাংলাদেশ।

*২০২৪ সালে কলম একাডেমি লন্ডনের বাংলাদেশ সাপ্টারের সভাপতি করুণা আচার্য দিদির সম্পাদনায় অক্ষরে অমরতা  গ্রন্থটি রচিত হয়।

আজকের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে সবার পক্ষ থেকে দিদিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচছা জানাচ্ছি। 
স্কুল  কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী এবং জ্ঞানী গুণী ব্যক্তিদের করকমলের স্পর্শে এই বইসমুহ রচিত হয়।

প্রতিবছর উনার নামে নতুন বই সম্পাদিত হচ্ছে কেউ না কেউ সন্পাদনা করছেন এ এক বিরল দৃষ্টান্ত ইতিহাস সাক্ষী।

২০২৪ সালে আমার সম্পাদনায় আটটি নতুন ধারার নতুন পদ্ধতির সম্বয়ে হাবিবিকস্ কাব্যগ্রন্থটি প্রকশনার কাজ চলছে।
অক্ষর পাবলিকেশন এন্ড মিডিয়া ঢাকা চট্টগ্রাম থেকে বাংলায় /লন্ডন থেকে ইংরেজিতে অনুবাদ হবে ইনশাআল্লাহ।

কলম একাডেমি লন্ডন শুধু একটি সাহিত্য সংগঠন নয় একটি সাহিত্য বিপ্লবও বটে।
যা ইতিমধ্যে আমরা প্রমাণও করতে পেরেছি।
আমাদের শ্লোগান অক্ষরে অমরতা ”
আমাদের ১৯টি লক্ষ উদ্দেশ্য এবং ১৯টি দাবী নিয়ে আন্তর্জাতিক বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে।
আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রধানের নিকট স্মারক লিপি প্রদান করেছি।
২০২৩ সালে স্কটিশ পার্লামেন্টে স্মারক লিপি
প্রদান করেছি।
লেখক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীতে আমরা
বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবরে অনলাইন
আবেদন করেছি।

আশাকরি মানবিক দৃষ্টি কোন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে বিষয়টি বিবেচনা করবেন।
যার সুচনা হবে বাংলাদেশ থেকে বিশ্বের ইতিহাসে বাংলাদেশ অমর হয়ে থাকবে।

হাবিবিকস্ একটি সাহিত্য বিপ্লবের নাম সম্পূর্ণ নতুন ধারা নতুন সৃষ্টি আটটি সুশৃঙ্খল ধারার নিয়ম পদ্ধতি  অনুসারে এই হাবিবিকস্ এর সৃষ্টি।

আজকে উপহার স্বরূপ আমার স্বরচিত
মাতৃভূমি*ষষ্ঠ ধারার  হাবিবিকস্ কবিতাটি
আবৃত্তি করলাম।

মাতৃভূমি ভালোবেসে গিয়েছেন কবি,
জ্বেলেছেন আঁধারেতে পৃথিবীর রবি।

সাহিত্যের বাতিঘর জ্বেলেছন আলো,
অবিচার  অনাচার  দূরহোক কালো।

আনমনে অনুরাগে বিমুগ্ধতা আনে,
অনাবিল আনন্দের অনুভূতি প্রাণে।

প্রভাতের কলরব পাখিদের গান,
ডালেডালে পুঞ্জীভূত মকুলের ঘ্রাণ।

সুধাময়ী মাতৃভূমি অপরূপ সাজে,
ভালোবাসি মনেপ্রাণে হৃদয়ের মাঝে।

দেশপ্রেমি কবি হাবিবিকস্।

এটা শুধু হাবিবিকস্ কবিতাই নয় সুন্দর সুরেলা সুরের গানও বটে।
কলম একাডেমি লন্ডনের টিভির লাইভ অনুষ্ঠানে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী
তাঁর নিজের রচিত একটি হাবিবিকস্ কে রবীন্দ্র সুরে-ভ্যালেন্টাইন্স ডে তে নিজ কন্ঠে ধারন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
আজ  হাবিবিকস্ গান কবিতার অংশ হিসাবে
বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

আশাকরি অদূর ভবিষ্যতে হাবিবিকস্ এর ধারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হবে
তা আর বেশী দূরে নয়।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন,চট্টগ্রাম বিশ্ব বিদ‌্যাল‌য়ের মান‌নিয় উপচার্য ড: শিরীণ আখতার।
সভাপ‌তিত্ব ক‌রেন, করুণা আচার্য, (সংগঠ‌নের বাংলা‌দেশ শাখার সভাপ‌তি ও কেন্দ্রীয় ক‌মি‌টির সহ সভাপ‌তি) তারিখ ১৫/০২/২০২৪,
বিকাল ৩ঃ৩০ চট্টগ্রাম।

উক্ত অনুষ্ঠা‌নে কেন্দ্রীয় ক‌মি‌টি আমা‌কে সাহিত্যে বি‌শেষ অবদান রাখার জন্যে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান ক‌রে‌ছেন।
স্মারক‌টি আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
ভাইস সেন্সেলর মাননীয়-
ড: শিরীণ আখতার ম‌হোদ‌য় আমাকে প্রদান করেন।

আমি সংগঠ‌নের প্রতিষ্ঠাতা প‌রিচালক সা‌হি‌ত্যের বা‌তিঘর – ‘হা‌বি‌বিকস্’ এর আবিস্কারক – শ্রদ্ধেয় অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীর নিকট চিরকৃতজ্ঞ।

উক্ত অনুষ্ঠানে ডঃ শিরিন আক্তার এবং ডঃ জিনোবোধি মহাথেরো সহ সর্বমোট ২১ জনকে পুরস্কৃত করা হয় তন্মধ্যে আমিও একজন।

কৃতা‌র্থে:
সৈয়দ মোহাম্মদ ইলিয়াস
সহ সভাপতি বাংলাদেশ সাপ্টার,
সহ সাহিত্য সম্পাদক কেন্দ্রীয় কমিটি কলম একাডেমি লন্ডন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

<img src=”https://habiganjerkantho.com/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-18-at-8.56.22-PM.jpeg” alt=”” width=”100%” height=”auto” class=”alignnone size-full wp-image-1526″ />

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2022 habiganjerkantho.com
Theme Developed BY ThemesBazar.Com