সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অলংঘ্য নিয়তি – মোহাম্মদ পারভেজ তুষার। রিমঝিম বৃষ্টি – দেওয়ান জুলফিকার হাসনাত। তাড়িয়ে ধরিবে – মুহাম্মদ আরাজ মিয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলার সিরাতুন্নবী (সা:) আলোচনা সভা সম্পন্ন আন্তর্জাতিক সাহিত্য অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদ ইউকে এর উদ্যোগে আনন্দ সভা ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত প্রবাসী লেখক শেখ হুমায়ুন আহমেদ এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল নবীগঞ্জে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী হাবিবুল্লাহ হযরত মুহাম্মদ (সা:) – মোফতাহিদা খানম রাখী দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান কে চুনারুঘাট সাংবাদিক কল্যান সংস্থার সংবর্ধনা

ইসলামে শ্রমিক-মালিকের কর্তব্য ও অধিকার – উমর ফারুক শাবুল

  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪, ১২.২২ এএম
  • ৩৯ বার পঠিত

ইসলাম পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শ্রমিকের মর্যাদা ও অধিকার এবং মালিক-শ্রমিক সম্পর্ক, দায়িত্ব ও কর্তব্যের কথা ইসলামে সুস্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে।

মহান আল্লাহ তা’য়ালা পবিত্র কোরআনের সুরা জুমআ এর ১০নং আয়াতে বলেন- অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরন কর যাতে তোমরা সফলকাম হও।

বিশ্ব নবী মুহাম্মাদ (সা:) শ্রমিক ও শ্রমজীবী মানুষকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখতেন। কারণ যারা মানুষের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজেদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়, তারাতো মহান আল্লাহর কাছেও মর্যাদার অধিকারী।

শ্রম ও শ্রমিকের গুরুত্ব সম্পর্কে: রাসূলুল্লাহ (সা:) এরশাদ করেন,
مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَّأْكُلَ مِنْ عَمَلِ يَدَيْهِ وَإِنَّ نَبِىَّ اللهِ دَاؤُوْدَ عَلَيْهِ السَّلاَمُ كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدَيْهِ
‘কারো জন্য স্বহস্তের উপার্জন অপেক্ষা উত্তম আহার্য আর নেই। আর আল্লাহর নবী দাঊদ (আঃ) স্বহস্তে জীবিকা নির্বাহ করতেন’।
(বুখারী, মিশকাত, হা/২৭৫৯)

ইসলামে শ্রমিকের অধিকারের উপর গুরুত্ব দেয়া হয়েছে। আর একজন শ্রমিকের সবচেয়ে বড় অধিকার বা দাবী হ’ল, তার শ্রমের যথোপযুক্ত পারিশ্রমিক লাভ করা। এজন্য রাসূলুল্লাহ (সা:) এরশাদ করেন,
أُعْطُوا الْأََجِيْرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَّجِفَّ عَرقُهُ
‘তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও’।
(ইবনে মাজাহ, মিশকাত, হা/২৯৮৭, ক্রয়-বিক্রয় অধ্যায়)

অনেক সময় শ্রমিকদের দুর্বলতার সুযোগ নিয়ে মালিকগণ উপযুক্ত মজুরী না দিয়ে যৎ সামান্য মজুরী দিয়ে শ্রমিকদের অধিকার বঞ্চিত করে। এ ধরনের মালিকদের সম্পর্কে রাসূলুল্লাহ (সা:) এরশাদ করেন,‘মহান আল্লাহ বলেন, ক্বিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হবে। তাদের মধ্যে একজন হ’ল –
وَ رَجُلٌ أسْتَأْجَرَ أَجِيْرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ
‘যে শ্রমিকের নিকট থেকে পূর্ণ শ্রম গ্রহণ করে অথচ তার পূর্ণ মজুরী প্রদান করে না’।
(বুখারী, মিশকাত, হা/২৯৮৪)

অপরদিকে একজন শ্রমিকের প্রধান দায়িত্ব ও কর্তব্য হ’ল- চুক্তি মোতাবেক মালিকের প্রদত্ত কাজ অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে সম্পাদন করা। রাসূলুল্লাহ (সা:) বলেন,
إِنَّ اللهَ تَعَالَى يُحِبُّ مِنَ الْعَامِلِ إِذَا عَمِلَ أَنْ يُّحْسِن
‘আল্লাহ ঐ শ্রমিককে ভালবাসেন যে সুন্দরভাবে কার্য সমাধা করে’।
(সহীহুল জামে হা/১৮৯১, হাদিস হাসান)

আর যদি শ্রমিক তার উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে, তাহ’লে তার জন্য রাসূলুল্লাহ (সা:) দ্বিগুণ পুরস্কারের কথা ঘোষণা করে বলেন, ‘তিন শ্রেণীর লোকের দ্বিগুণ ছওয়াব প্রদান করা হবে। তাদের মধ্যে এক শ্রেণী হ’ল –
وَالْعَبْدُ الْمَمْلُوْكُ إِذَا أَدَّى حَقَّ اللهِ وَ حَقَّ مَوَالِيْهِ
ঐ শ্রমিক যে নিজের মালিকের হক্ব আদায় করে এবং আল্লাহর হক্বও আদায় করে’।
(বুখারী, মুসলিম ও মিশকাত, হা/১১, ঈমান অধ্যায়)

রাসূলুল্লাহ (সা:) আরো বলেন,
لِلْعَبْدِ الْمَمْلُوْكِ الصَّالِحِ أَجْرَانِ
‘সৎ শ্রমিকের জন্য দু’টি প্রতিদান রয়েছে’।
আবূ হুরায়রা (রাঃ) বলেন,
وَالَّذِىْ نَفْسُ أَبِيْ هُرَيْرَةَ بِيَدِهِ لَوْلاَ الْجِهَادُ فِىْ سَبِيْلِ اللهِ وَالْحَجُّ وَبِرُّ أُمِّىْ لَأَحْبَبْتُ أَنْ أَمُوْتَ وَأَنَا مَمْلُوْكٌ
‘যেই সত্তার হাতে আবূ হুরায়রার প্রাণ তার কসম! যদি আল্লাহর রাস্তায় জিহাদ, হজ্জ ও আমার মায়ের প্রতি সদ্ব্যবহারের ব্যাপারগুলো না থাকত, তাহ’লে আমি শ্রমিক হিসাবে মৃত্যুবরণ করতে পছন্দ করতাম’।
বুখারী হা/২৫৮৪, মুসলিম হা/৪৪১০

সর্বশেষে বলতে চাই, যাদের ত্যাগে, শ্রমে, কষ্টে তৈরী হয় বিশাল বাড়ী, রাস্তায় চলে গাড়ী। চাকা ঘুরে কল-কারখানায়, জমিতে সোনার ফসল ফলায়। মালিকরা হয় সঞ্চিত-শ্রমিকরা হয় বঞ্চিত। এটাকে সেই মৌমাছির সাথে তুলনা করা যায়, যারা দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে মধু সংগ্রহ করে চাকে সঞ্চয় করে, কিন্তু তার ভাগ্যে একফোঁটা মধুও জোটে না। অতএব, বৈরিতাপূর্ণ সম্পর্কের অবসান ঘটিয়ে ইসলামী অর্থ ব্যবস্থা ও শ্রমনীতি বাস্তবায়ন করে তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে হবে। আর এজন্য সর্বাগ্রে উচিত ইসলাম প্রদর্শিত মালিক-শ্রমিক নীতিমালার পূর্ণাঙ্গ অনুসরণ ও বাস্তবায়ন। মহান প্রভূ তাঁর বিধান পূর্ণাঙ্গ ভাবে আমাদেরকে মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

<img src=”https://habiganjerkantho.com/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-18-at-8.56.22-PM.jpeg” alt=”” width=”100%” height=”auto” class=”alignnone size-full wp-image-1526″ />

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2022 habiganjerkantho.com
Theme Developed BY ThemesBazar.Com