রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলার সিরাতুন্নবী (সা:) আলোচনা সভা সম্পন্ন আন্তর্জাতিক সাহিত্য অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদ ইউকে এর উদ্যোগে আনন্দ সভা ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত প্রবাসী লেখক শেখ হুমায়ুন আহমেদ এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল নবীগঞ্জে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী হাবিবুল্লাহ হযরত মুহাম্মদ (সা:) – মোফতাহিদা খানম রাখী দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান কে চুনারুঘাট সাংবাদিক কল্যান সংস্থার সংবর্ধনা কলম একাডেমি লন্ডন এর ব্যবস্থাপনায় নগদ অর্থ ও ত্রাণ বিতরণ কারার ঐ লৌহকপাট – দেওয়ান জুলফিকার হাসনাত শৈশব স্মৃতি – মোফতাহিদা খানম রাখী

হিন্দুদের প্রশংসায় ভাসছে জামায়াত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১১.১৬ এএম
  • ৪৬৬ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান পঞ্চগড়ে নৌকা ডুবে নিহত ৭১টি পরিবারকে প্রায় ২২ লক্ষ টাকা সহায়তা দিয়েছেন। তিনি একমাত্র নেতা যিনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রধান হিসেবে উপস্থিত হয়ে ৭০ টি হিন্দু পরিবারের মধ্যে ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। তাঁর এই মানবিক সহায়তার পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের প্রশংসায় বাড়ছে দলটি।

বিভিন্ন জাতীয় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের প্রশংসায় পঞ্চমুখর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

 

নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান তার ফেসবুকে লিখেন-

 

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবে ৭১ জন হিন্দু ভাই নিহত হওয়ার পর প্রতিটি পরিবারকে ৩০ হাজার করে মোট ২১ লাখ টাকার সহায়তা দিয়েছে জামায়াত। জামায়াত বলছে, এটা দয়া নয়, এটা তাদের দায়িত্ব। এই ঘটনার পর হিন্দু কমিউনিটির প্রশংসায় ভাসছে জামায়াত। হিন্দুদের ভোটকে নিজেদের ভোটব্যাংক দাবি করা আওয়ামীলীগ কি এই ঘটনায় লজ্জা পাচ্ছে? জামায়াত ছাড়া কোন রাজনৈতিক দল এগিয়ে যায় নি। স্বাধীনতা বিরোধী তকমা পাওয়া জামায়াত এগিয়ে গেছে। হিন্দুরা একবারও বলেনি, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমাদের সহায়তা নিবো না। সিলেটে বন্যার্তদের পাশেও জামায়াত শেষ মুহুর্ত পর্যন্ত ছিল। খাদ্য সহায়তা থেকে ঘরবাড়ি নির্মাণ পর্যন্ত করে দিয়েছে। তখনও কেউ বলেনি, স্বাধীনতা বিরোধীদের কোন সহায়তা আমরা নিবো না। তাহলে কি মানুষের খাদ্য কষ্ট, ঘরের কষ্টের কাছে আওয়ামীলীগের স্বাধীনতা বিরোধী এজেন্ডার রাজনীতি মার খেয়েছে! “এক্ষেত্রে আওয়ামীলীগের রাজনীতি সফল এবং জামায়াতের রাজনীতি ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিলো, যদি আওয়ামীলীগ তাদের বয়ানের পাশাপাশি ব্যাপক অর্থ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াতো।” কিন্তু মানুষের পাশে দাঁড়ালে কি নিজেদের পেট মোটা করা যাবে? বিদেশি অর্থ পাচার করা যাবে?

তাইতো স্বাধীনতা বিরোধী তকমা থাকা সত্ত্বেও হিন্দুদের প্রশংসায় ভাসছে জামায়াত!

 

 

বাদল কান্তি দেব লিখেন

মালোচনার জন্য যারা বলছেন এটা ধান্দাবাজি ভালো কথা ওরা তো পরে দেখিয়েছেন আপনারা কি করছেন?

 

 

নিলয় চক্রবর্তী লিখেন

বাংলাদেশ জামায়াত ইসলামী নামক রাজনৈতিক দলটির সাথে হয়তো আমার আপনার মতাদর্শগত বিস্তর পার্থক্য থাকতে পারে। কিন্তু মানবিক কাজের নিন্দা বা সমালোচনা করার আগে অবশ্যই ভেবে দেখবেন, তারা আজকে যে কাজটি করেছে একজন হিন্দু হিসেবে এই কাজ আমার আপনার সবার আগে করা উচিত ছিল কিনা, আপনি বা আমি কি করেছি এই ৭১ জন নিহত পরিবারগুলোর জন্য??? বাংলাদেশে সামর্থ্যবান হিন্দুর অভাব নেই, কয়জন তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন??? বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ নামে সংখ্যালঘু তথা হিন্দুদের জন্য দুইটা বৃহৎ সংগঠন আছে, ব্যাঙের ছাতার মতো শত শত হিন্দু সংগঠন আছে, কতটুকু কি করেছে এই নিহত হিন্দু পরিবারগুলোর জন্য??? তাদের তো সবার আগে এগিয়ে আসা উচিত??? আবার অনেকে একথাও বলবেন, জামায়াত রাজনীতি করছে । কিন্তু রাজনীতি যদি হয় মানুষের উপকারে তথা মানবতার কল্যাণে, সেটা যে দলেরই হোক মানুষ সমর্থন দেবেই। আপনাদের দল বা সংগঠনকেও রাজনীতি কর‍তে বলেন, বারণ করেছে কে???

 

লিপি ধর আন্না লিখেন

কিছুটা অবাক হলেও সাধুবাদ জানাই, যেখানে এখনো পর্যন্ত কোন হিন্দু সংগঠন, সরকারি দল কেউ তাদের অনুদান দেয়নি,সেখানে তাদের এই উদ্যোগ প্রশংসার দাবীদার।

 

গুনান দাশ লিখেন

মানবতা তথা রাজনীতি ,দুই দিক দিয়েই এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে জামায়াত শিবির । ধন্যবাদ।

 

 

 

রাকেশ বিশ্বাস লিখেন

নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য কাজটিই করেছে বাংলাদেশ জামায়েত ইসলাম।।

 

অরবিন্দ ভট্টাচার্য লিখেন

বাংলাদেশ জামায়েত ইসলামির এই মহৎ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই। সবার উপরে মানুষ সত্য এ কথা তারা আবার প্রমাণ করে দিয়েছেন। এই মর্মান্তিক নৌকো ডুবির ফলে মৃত ব্যক্তিদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। শোকগ্রস্থ পরিবারগুলির প্রতি জানাই গভীর সমবেদনা।

 

বিশ্বজিৎ দে লিখেন

অসংখ্য ধন্যবাদ তাদের এই বিপদে পাশে তাকার জন্য,, বাজে কমেন্ট করার আগে চিন্তা করবেন আপনি কি করতেছেন এইসব পরিবার এর জন্য,,

 

ফন্ডিত কালিপদ চক্রবর্তী লিখেন

জামায়াতের আমির প্রমাণ করে দিলেন! সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমি মানবতার এই ফেরিওয়ালাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 

কার্তিক দাশ লিখেন

দারুণ মানবিক কাজ করেছে তারা, যেখানে সনাতনী সম্প্রদায়ের মানুষদের প্রথমেই এগিয়ে আসা উচিত ছিলো। এখানে দল নয়, মানবতায় মহৎ বলতে হয়।

 

 

দিপক দে লিখেন

আজ পূজা উদযাপন পরিষদের নেতারা কোথায়?

 

 

করুনাময় দাশ লিখেন

মানবিকতার পরিচয় দেয়া হয়েছে। ধন্যবাদ জানাই। ব্যাঙের ছাতার মত সংখ্যালঘু সংঘটন। কোন কিছু তো কেউ করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

<img src=”https://habiganjerkantho.com/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-18-at-8.56.22-PM.jpeg” alt=”” width=”100%” height=”auto” class=”alignnone size-full wp-image-1526″ />

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2022 habiganjerkantho.com
Theme Developed BY ThemesBazar.Com